• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গত ৪ মাস ধরে কয়লার অভাবে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় অবস্থিত কয়লা ভিত্তিক তাপবিদুৎ কেন্দ্রের পুরাতন ২টি ইউনিট ৪ মাস ধরে কয়লার জন্য বন্ধ রয়েছে। দেশের উত্তর অঞ্চলে চলতি মৌসুমে ইরি বোর চাষের  সময় চলে আসলেও এখন পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালু হয়নি।গত ৪ মাস ধরে কয়লার অভাবে বন্ধ রয়েছে। গত মাসে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর সেখান থেকে তাপবিদুৎ কেন্দ্রে সরবরাহ করার পর নির্মানাধীন ৩য় ইউনিটটি শুধু চালু রয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পর্যাপ্ত পরিমান কয়লা সরবরাহ করা হলে ৩টি ইউনট চালু করা সম্ভব হবে এবং প্রতিদিন ৩টি ইউনিটে জ্বালানীর জন্য প্রায় সাড়ে ৫ হাজার মে:টন কয়লা প্রয়োজন।কিন্তু সেই তুলনায় কয়লাখনি থেকে কয়লা সরবরাহ পাচ্ছে না তাপবিদুৎ কেন্দ্র। ফলে উত্তর অঞ্চলে বিদুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। চাহিদার তুলনায় বিদুৎ কম  উৎপাদন হওয়ায় চলতি বছরে উত্তর অঞ্চলের ১৬ টি জেলায় কৃষি ও শিল্পখাতে প্রভাব পড়তে পারে।

২টি ইউনিট বন্ধ থাকার বিষয়ে ২৮ শে নভেম্বর বুধবার বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিমের সাথে কথা বলে তিনি জানান, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে তাপবিদুৎ কেন্দ্রে পর্যাপ্ত পরিমানে কয়লা সরবরাহ না থাকার কারনে ২টি ইউনিট সাময়িক বন্ধ রাখা হয়েছে। খনি কতৃপক্ষ পর্যাপ্ত পরিমানে কয়লা সরবরাহ করলে পূর্বেরন্যায় ইউনিট গুলো চালু রাখা সম্ভাব হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –