• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার সাত

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

রাজধানীর ডেমরা থেকে ৮০ কেজি গাঁজার চালানসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-উত্তর বিভাগের একটি দল। ডিবি বলছে তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কামরুল, মো. বাপ্পি, মোছা. কামরুন্নাহার, মো. নূরে আলম, মো. ফিরোজ মিয়া (গাড়ি চালক), মো. সেলিম মিয়া (গাড়ি চালক) ও মো. ফারুক। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে আমুলিয়া রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যে জানা যায়, গাঁজার একটি বড় চালান ঢাকায় নিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। এ তথ্যে ডিবি-উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম ডেমরা স্টাফ কোয়ার্টার আমুলিয়া রোডে উৎপেতে থাকে। পরে কামার গোপ স্টিল টেক সাফা ফার্নিচারের দোকানের সামনে ১টি ট্রাক ও ১টি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ৮০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দীর্ঘ দিন যাবৎ ট্রাক ও প্রাইভেটকারে সীমান্ত জেলা ব্রাহ্মণ বাড়িয়ার কসবা থেকে গাঁজা সংগ্রহ করে ডেমরা ও আশপাশ এলাকায় সরবরাহ করে আসছে। তাদের মধ্যে কামরুল গাঁজা সংগ্রহের পর কামরুন্নাহারের কাছে পৌঁছে দিত। পরে কামরুন্নাহার সেগুলো তাদের অপর এক সহযোগী রিপনের মাধ্যমে রাজধানীর ডেমরা ও আশপাশ এলাকায় বিক্রয় করত। রিপন পলাতক রয়েছে। তাকে আটক করতে মাঠে কাজ করছে ডিবি। এ বিষয়ে ডেমরা থানায় মামলা করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –