• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চতুর্থ দিনে সূচকের প্রবণতা নিম্নমুখী

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

বুধবার সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

বাজার বিশ্লেষণে দেখা দেয়া, দুপুর ১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ১ দশমিক ১৩ পয়েন্ট, যা বর্তমানে ৫ হাজার ২৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া কমেছে ডিএসই শরিয়াহ্ বা ডিএসইএস ইনডেক্স। এই সূচকটিও ১ দশমিক ৩৯ পয়েন্ট কমে বর্তমানে প্রায় ১ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে শুধু বেড়েছে ডিএস-৩০ সূচক। এটি ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এছাড়া ডিএসইতে এই সময়ে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। এতে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। যার মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে আরো ৬১টির।

অপরপক্ষে, আলোচ্য সময়ে সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স সূচক কমেছে ৪ দশমিক ৭৬ পয়েন্ট, যা বর্তমানে ৯ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এতে অংশ নেয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –