• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভোটের পরও মন্তব্য করবে না ইইউ

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট। এমনকি ভোটগ্রহণের পরও কোনো ধরনের মন্তব্য করবে না সংস্থাটি।

ঢাকাস্থ ইইউ পার্লামেন্টের দুই সদস্য ডেভিড ম্যাক অ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভান স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনে ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে পর্যবেক্ষণ বা মন্তব্য করার দায়িত্ব দেয়া হয়নি। এ নিয়ে কোনো সদস্যের বক্তব্য ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে না। এমনকি ভোটের ফল ঘোষণার পরও কোনো মন্তব্য করা থেকে আমাদের সদস্যরা বিরত থাকবেন।

এছাড়া নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করে তুলতে বিবৃতিতে নির্বাচনকালে রাজনৈতিক শক্তিগুলোকে যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর আহ্বান জানানো হয়। যাতে করে নাগরিকরা ভোটধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন।

যদিও ইইউ এর আগেও পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছিলো।

সংশ্লিষ্ট সূত্র মতে, ইইউ’র দুই বিশেষজ্ঞ পর্যবেক্ষক এরই মধ্যে ঢাকা পৌঁছেছেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –