• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে বিদেশি পর্যটক কমছে

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কমছে বিদেশি পর্যটকের আনাগোনা। বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দিনকে দিন বিমুখী হচ্ছে বিদেশি পর্যটক।

বর্তমান সরকার এরমধ্যে পর্যটন শিল্প বিকাশে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।

সীগাল হোটেলের সহকারী ম্যানেজার নুর-এ আলম মিথুন বলেন, বিদেশি পর্যটকরা সূর্যস্নানে অভ্যস্ত; কিন্তু কক্সবাজারে সূর্যস্নান করার মতো পরিবেশ না থাকায় বিদেশি পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কক্সবাজারে বিদেশি পর্যটক বাড়ানোর জন্য সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও হকার মুক্ত রাখার পাশাপাশি সরকারের পরিকল্পনাধীন এক্সক্লুসিভ জোনের প্রকল্পটি অতিদ্রুত বাস্তবায়ন করা উচিত।

মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনলাইল, টেলিভিশন, ফেসবুক ও টুইটারসহ বিশ্বের বিভিন্নস্থানে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। বিশ্বের অন্য সৈকতের মতো কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরতে হবে। যোগাযোগ ব্যবস্থাসহ নানা বিনোদনের ব্যবস্থা করতে হবে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার বলেন, বিদেশি পর্যটকরা কক্সবাজার বেড়াতে আসলে তাদের জন্য কোন ধরনের গাইড থাকে না। এছাড়াও বিদেশি পর্যটকরা যে ধরনের বিনোদনে অভ্যস্ত সে ধরনের বিনোদন কেন্দ্র এখনো গড়ে উঠেনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (পর্যটন-প্রটোকল) এসএম সরওয়ার কামাল বলেন, বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। টেকনাফের সাবরাং এক্সক্লুসিভ পর্যটন, নাফ ট্যুরিজম, ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ রোডকে ঘিরে ১০টি আলাদা জোনের কাজ হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে এসব প্রকল্পের কাজ শুরু হবে। এতে করে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে’।

ডিসি কামাল হোসেন বলেন, ‘বিদেশি পর্যটকের আগমন বাড়াতে মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ দ্রুত সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ প্রায় শেষ পর্যায়ে। রেললাইন প্রকল্পের কাজও শুরু হয়েছে।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –