• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চাপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে আমেরিকার তৈরি ২টি পিস্তল ও ২টি ম্যাগজিন ভর্তি ৮টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র ও গুলি বহনকারী পালিয়ে গেছে।

সোমবার রাত দেড়টার দিকে বিজিবি’র ৫৩ (চাপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের সদস্যরা এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের পরিচজালক সাজ্জাদ সারোয়ার জানান, সুবেদার মো. তফিজ উদ্দিনের নেতৃত্বে বাখের আলী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি দল ঠহল দিচ্ছিল। টহল দল চাপাইনবাবগঞ্জ সদরের শিবিরের মোড়ে পৌঁছলে সন্দেহভাজন এক সাইকেল আরোহীকে দেখতে পায়। সাইকেলটিতে পাটকাঠি বহন করে সন্দেহভাজন ব্যক্তি শহরের দিকে আসছিল। থামার সংকেত দিলে ওই ব্যক্তি সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পাটকাঠির বোঝা তল্লাশি করে আমেরিকার তৈরি ২টি পিস্তল, ৮টি গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও সাইকেলটি চাপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –