• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

এটিএম কার্ডে চিপ ও পিন ফেব্রুয়ারি নাগাত

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

গ্রাহক পর্যায়ে ব্যাংকিং খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারির মধ্যে সব ধরনের এটিএম কার্ড চিপ ও পিনভিত্তিক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্র জারি করে তা প্রতিপালনে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দেয়।

এর আগে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডসমূহকে উচ্চমাত্রার এ নিরাপত্তা প্রযুক্তিতে উন্নীত করার নির্দেশনা জারি করলেও এ নির্দেশ প্রতিপালনে কিছু ব্যাংকের গাফিলতি ধরা পড়ে।

পরিপত্রে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে নতুন ব্র্যান্ডেড কার্ড ইস্যু করার ক্ষেত্রে ম্যাগনেটিক স্ট্রিপ প্রযুক্তির ব্যবহার রহিত করা হলো। এ লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আপনাদের প্রতিষ্ঠানের এরই মধ্যে ইস্যুকৃত ব্র্যান্ডেড ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডসমূহ চিপ ও পিনভিত্তিক করার প্রক্রিয়া জরুরিভিত্তিতে সম্পন্ন করে তা বাংলাদেশ ব্যাংকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

এতে আরো বলা হয়, প্রাপ্ত তথ্যানুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির পরও অদ্যাবধি কতিপয় ব্যাংক তাদের ব্র্যান্ডেড ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডসমূহ চিপ ও পিনভিত্তিক করার প্রক্রিয়া সম্পন্ন করেনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –