• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগের বিষয়ে তথ্য নেই: মন্ত্রী পরিষদ

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করা চার মন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। কোন দিন তারা মন্ত্রী পরিষদ থেকে চলে যাবেন তাও আমি জানি না।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

1.‘আমার কাছে ৪ টেকনোক্র্যাট মন্ত্রীর তথ্য নেই’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ তারা আজও মন্ত্রীপরিষদ বৈঠকে ছিলেন। তারা তাদের দাফতরিক সব কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তাদের বিষয়ে আমি এই মহূর্তে আর কিছু বলবো না।’

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বললে জানিয়েছিলেন খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন হয়নি এমন প্রসঙ্গে শফিউল আলম বলেন, এটা আসলে এখন কিছু বলা যাবে না। এটা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার।

এর আগে ৬ নভেম্বর টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেয়া মন্ত্রীরা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –