• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আনসার আল ইসলামের অপারেশনাল কমান্ডার আটক

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

রাজধানীর জুরাইন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অপারেশনাল টিমের প্রশিক্ষককে আটক করেছে র‌্যাব-৩। তার নাম মো. ইউনুচ ওরফে আসাদুল্লাহ (২৭)।

সোমবার বিকেলে র‌্যাব-৩ থেকে জানানো হয়, রোববার রাতে রাজধানীর কদমতলীর শ্যামপুরের বরইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি চাপাতি এবং ১টি ধারালো ছুরিসহ ৬টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে, জুরাইন এলাকায় আনসার আল ইসলামের একটি অপারেশনাল সেল গোপনে সংঘটিত হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হচ্ছে তারা। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার রাত সাড়ে ৮টায় শ্যামপুরের বরইতলা এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের আসকারী (অপারেশনাল) শাখার প্রশিক্ষণ প্রাপ্ত সক্রিয় সদস্য ইউনুচ ওরফে আসাদুল্লাহকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইউনুচ জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা জসীমুদ্দিন রাহমানীর মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার পর ইউনুচ তার ঘনিষ্ট সহযোগী হিসেবে কর্মরত ছিল। ২০১৩ সালে জসীমুদ্দিন রাহমানী গ্রেফতার হলে সে গোপনে জুরাইন এলাকায় আনসার আল ইসলামের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল।

জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, আনসার আল ইসলাম তথা আনসারুল্লাহ বাংলা টিম সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র অপারেশনাল টিমে ভাগ হয়ে প্রত্যেক টিমের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে। এরই প্রেক্ষিতে সে নিজে ও ঘনিষ্ট সহযোগিদের মাধ্যমে জুরাইন কেন্দ্রিক টিম হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য নিজেদের শক্তি ও সামর্থ্য অর্জনের জন্য অপারেশনাল ট্রেনিং গ্রহণ করে। সে মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও তার টিমের মাস্টার ট্রেইনার। তারা সংগঠন পরিচালনার জন্য প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী মাসিক চাঁদা দিয়ে আসছে। এছাড়াও তারা প্রতি ঈদে অসহায় দরিদ্র মানুষকে দান করার কথা বলে যাকাতের টাকা সংগ্রহ করে সংগঠনের কাজে ব্যয় করে। মূলত নতুন সদস্যদের শারীরিক সক্ষমতা অর্জন ও ধারালো অস্ত্রের মাধ্যমে নীরব হত্যা কাণ্ড সংগঠনের প্রশিক্ষণ প্রদান করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –