• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে আমনের বাম্পার ফলন

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

কক্সবাজারের বিভিন্ন এলাকা অগ্রহায়ণের ধান কাটা শুরু হয়েছে। চাষিরা সোনালী রংয়ের ধান কেটে চলেছে। এবার পোকা উপদ্রুব, ছিটা কম হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সফলতার দাবি করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলার আট উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪শ ২ মেট্রিক টন চালের জন্য ৭৭ হাজার ৯ ‘ ৮৫ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। এর মধ্যে হাইব্রিড জাতের ১৬শ’৬৬ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয় ৫ হাজার ৭৪৮ মেট্রিক টন। উপসী জাতের ৭২ হাজার ১ হেক্টরে ২ লাখ ১৭৭ মেট্রিক টন।

প্রান্তিক ও বর্গাচাষি জাকের হোসেন, আবদুল হাকিম, সিরাজুল্লাহ, কামাল হোসেন জানান, সরকার ৩৬ টাকা দামে ধান কেনার নির্দেশ দিয়েছেন। আমরা ধান বিক্রি করতে আগ্রহী । মিলাররা নির্দিষ্ট কৃষকদের কাছ থেকে ধান কিনে। আমরা অনেকে নায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হই। তাই সরাসরি ধান কেনার ব্যবস্থা হোক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আকম শাহারিয়ার বলেন, কৃষকরা সঠিক সময়ে সার, বীজ এবং সেচ পেয়েছে। এতে আমন ফসলের বাম্পার ফলনে আশাবাদি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত পানি সরবরাহ, কৃষি অধিদফতরের মাঠকর্মীদের সঠিক নির্দেশনা, ধানে রোগ বালাই কম হওয়াতে প্রায় শতভাগ সাফল্য নিয়ে আশাবাদি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –