• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাফিক আইন ভঙ্গে ৩৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করেছে। এ সময় ৩৫ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার সকাল ৬টা থেকে সারাদিন এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলা করা হয়েছে ৪ হাজার ৫০৯টি। এছাড়া ৩১টি গাড়ি ডাম্পিং ও ৭৭৩টি গাড়ি রেকারও করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখিত জরিমানা ও মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৪৩৩টি গাড়ি, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের কারণে ৮৩টি গাড়ি, হুটার ও বিকন লাইট ব্যবহারের জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১১টি ও মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর অভিযোগে ২৪টি গাড়ির বিরেুদ্ধে মামলা করা হয়।

অপরদিকে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ১ হাজার ৩৫৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৫টি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার করার জন্য চালকের বিরুদ্ধে ২৭টি মামলা দেয়া হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –