• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর বিভাগে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ১২ লাখ ৭৪ হাজার

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

রংপুরের আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এবার রংপুর বিভাগে ভোটারের সংখ্যা বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার ৮শ’৫৬ জন।নতুন ভোটারদের অধিকাংশই নারী ।নারী ভোটার বেশী বেড়েছে রংপুর জেলায়।অপরদিকে, রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটার দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলার মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬ হাজার ৪শ’৪০ জন।
সারাদেশের ন্যায় রংপুর বিভাগে পুরোদমে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর তৎপরতা। ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের নিয়ে নানা হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ও তরুণ ভোটার বাড়ায় প্রার্থীরা টার্গেট করছেন নারী ও তরুণ ভোটারকে। 
রংপুরের আঞ্চলিক নির্বাচন অফিসের সূত্র মতে, রংপুর বিভাগের রংপুর জেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১৯ লাখ ২০ হাজার ৭শ’৯২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৩৪ হাজার ৩শ’৭৫ জন। পঞ্চগড় জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ৬ লাখ ১৫ হাজার ৭শ’ ৯৮ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৬শ’৪৮ জন। ঠাকুরগাঁও জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ৮ লাখ ৭৬ হাজার ৮শ’ ৮ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ১শ’৭৬ জন। দিনাজপুর জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ১৯ লাখ ৬৭  হাজার ২শ’ ৩১ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ২২ লাখ ৬ হাজার ৪শ’৪০ জন। নীলফামারী জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৪৮ হাজার ৭শ’ ২৬ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৬শ’১৮ জন। লালমনিরহাট জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ৮ লাখ ২ হাজার ৪শ’ ৮৪ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ১৫ হাজার ৭শ’৮৮ জন। কুড়িগ্রাম জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ১৩ লাখ ৭৫ হাজার ১শ’ ৪০ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৬শ’৭৪ জন। গাইবান্ধা জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ১৬ লাখ ৪ হাজার ৪শ’ ২৯ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা ১৭ লাখ ৮৪ হাজার ৫শ’৪৫ জন। 
গত দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে মোট ভোটার সংখ্যা ছিল ১ কোটি ৩ লাখ ১১ হাজার ৪শ’ ৮ জন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ২শ’৬৪ জন।
সূত্রটি আরো জানিয়েছে, গত ৫ বছরে রংপুর জেলায় ভোটার বেড়েছে ২ লাখ ১৪ হাজার ২শ’৩১ জন। এর মধ্যে হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৫৯ হাজার ৭শ’৫৮ এবং নারী ভোটার ১০ লাখ ৭৪ হাজার ৬শ’১৭ জন। অর্থাৎ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ’৫৯ জন বেশী। 
নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে। যার বেশিরভাগই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভোটার।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে রংপুর বিভাগে বেড়েছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী তৎপরতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ও তরুণ ভোটার বাড়ায় তারা টার্গেট করছেন নারী ও তরুণ ভোটারকে। অনেকে তরুণ ও নারী ভোটারদের টার্গেট করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর) গত ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইউনুস আলী সরকার। মনোনয়ন পাবার আগেই জোর প্রচারণায়ও নেমেছেন তার কর্মী ও সমর্থকরা।
এদিকে রংপুর বিভাগের সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন নির্বাচনে সকল দলের প্রার্থীরা তাদের নিজস্ব আসনের সংকট নিরসনে জনবান্ধব নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন এবং পরবর্তীতে সে অনুযায়ী কাজ করবেন। 
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন বলেন, দেশের মানুষ এখন প্রধান নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনের কাছে সব দলের  অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। 
তিনি বলেন, নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে যেন তারা জনগণের দাবি ও প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন এবং নির্বাচিত হবার পর যেন তারা সেই অনুযায়ী কাজ করেন। তিনি আরো বলেন, জনগণের কাছে প্রত্যাশা হচ্ছে সৎ ও যোগ্য প্রার্থীকে যেন তারা ভোট দেয়। 

তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –