• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে জুয়েল রানা নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার দামাইল সর্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে। তিনি নবাবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম। 

তিনি বলেন, জুয়েল তার গ্রামের একটি ফাঁকা জায়গায় ধান শুকানো কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –