• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনী পোস্টার অপাসারণে অভিযান

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ও লিফলেট অপসারণে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার সকাল থেকে কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে। নগরীর পুরানা পল্টন, আজিমপুর, খিলগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে পোস্টার লিফলেট চেখে পড়লেই তাৎক্ষণিকভাবে তা অপসারণ করে ফেলা হচ্ছে।

পোস্টার লিফলেট অপসারণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর থেকে ডিএসসিসি অভিযান শুরু করে। একই সঙ্গে তারা ওয়ার্ড কাউন্সিলরদের এ কাজে অংশ নেয়ার আহ্বান জানান ।

কাউন্সিলররা আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ এলাকায় কর্পোরেশনের স্টাফ ও নিজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লিফলেট অপসারনের কাজে অংশগ্রহণ করেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –