• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দখলবাজি চলছেই

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

প্রশাসনের নজরদারি না থাকায় প্রকাশ্যেই দখলবাজি চালিয়ে যাচ্ছে কেউ কেউ। এতে বাড়ছে রামদাড়া খাল-টাংগন নদীর দূষণ।

ঠাকুরগাঁও জেলা শহরের বর্জ্য পানি অপসারণের একমাত্র বৃহদাকার রামদাড়া খালের পশ্চিমপ্রান্ত যেখানে টাংগন নদীর সঙ্গে মিলেছে সেখানেই প্রায় ৪০ ফুট ভেতরে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে দখল করা জমি।

একইভাবে ব্রিজের কোল ঘেঁষে, আবার ব্রিজের নীচের অংশও দখলে নিয়েছেন কেউ কেউ। সুযোগ পেলেই শুরু হবে মাটি ভরাট করে নির্মাণ কাজ। খালের দুই পাশে আরো অনেকেই মাটি ফেলে নিজের বাড়ির সীমানা বাড়িয়ে নিয়েছে।

সুজনের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ বলেন, একাধিকবার সংবাদ প্রকাশ করে, সম্মিলিতভাবে ডিসির দৃষ্টি আকর্ষণ করেও কিছু হয়নি। সাবেক ডিসি আব্দুল আউয়াল নিজে অবস্থা দেখেও এসেছেন। কিন্তু কার্যত তেমন কিছুই হয়নি বরং দখল ও দূষণ আরো বেড়েছে। টাংগন নদীর বাঁধেও অবৈধভাবে গড়ে উঠছে বাড়ি ঘর।

ডিসি ড. কে এম আখতারুজ্জামান সেলিম বলেন, কিছুদিন আগে সংশ্লিষ্ট কমিটির এক সভায় নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের পর সীমানা মাপজোকের কাজ শেষ করেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –