• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পশ্চিম রাজাবাজারে সহকর্মীর আঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

রাজধানীর শেরবাংলা নগরের পশ্চিম রাজাবাজার এলাকায় সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে ইমাম হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছন।সোমবার গভীর রাতে পশ্চিম রাজাবাজারের ৫৮/৩/৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে নিহতের সহকর্মী মঈন পলাতক।

নিহত ইমাম হাসানের অপর সহকর্মী রাতুল জানান, হসপিল্যাব ইসেনটেইল্স লিমিটেড কোম্পানিতে ইমাম মার্কেটিং বিভাগে চাকরি করতো। কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দেয়া পশ্চিম রাজা বাজারের বাসায় তারা ভাড়া থাকতেন। গত রাত একটা দিকে বাথরুমে গিয়ে কাপড় পরিষ্কার করার সময় উচ্চ শব্দে গান শুনছিলেন ইমাম হাসান। এতে তার সহকর্মী মঈন উদ্দিন সাজ্জাদের (২৪) ঘুম ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে মঈন রান্নাঘর থেকে সবজি কাটার স্টিলের চাপাতি এনে ইমাম হাসানের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার এসআই রুবেল আজাদ জানান, দুই সহকর্মীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও পরে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। নিহত ইমাম হোসেনের বাড়ি চট্টগ্রামের রাংগুনিয়া থানার সরব ভাটা গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মঈন পলাতক রয়েছে। তাকে আটক করতে মাঠে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –