• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ের আটোয়ারীতে শতাধীক ঘর পুরে ছাই

পঞ্চগড় প্রতিনিধি

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুরে ৩৬টি পরিবারের প্রায় শতাধীক ঘর অগ্নিকান্ডে পুরে ছাই হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা সট সার্কিটের কারণে এই আগুণের সূত্রপাত। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং বোদা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থান পরিদর্শন এবং তদন্তে যান পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ওমর আলী জানান, ওই গ্রামের পূর্ব পাশে আগুনের সূত্রপাত। এতে ৩৫টি পরিবারের প্রায় শতাধীক ঘর পুরে ছায় হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সাহা জানান, আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে ঘটনাটি ঘটার সময় বাতাসের কারণে আগুনটি দ্রæত ছড়িয়ে পড়ে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুরে ৩৬টি পরিবারের প্রায় শতাধীক ঘর অগ্নিকান্ডে পুরে ছাই হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা সট সার্কিটের কারণে এই আগুণের সূত্রপাত। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং বোদা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থান পরিদর্শন এবং তদন্তে যান পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ওমর আলী জানান, ওই গ্রামের পূর্ব পাশে আগুনের সূত্রপাত। এতে ৩৫টি পরিবারের প্রায় শতাধীক ঘর পুরে ছায় হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সাহা জানান, আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে ঘটনাটি ঘটার সময় বাতাসের কারণে আগুনটি দ্রæত ছড়িয়ে পড়ে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –