• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আ.লীগ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ঠাকুরগাঁওয়ের এমদাদ

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

সোমবার পীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এম রায়হান শাহ'র কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন করেছেন তিনি। এছাড়া ওই আসন থেকে ইতোমধ্যে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৯ জন মনোননয় ক্রয় করেছেন।

এমদাদুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি স্বীকার করে বলেন, এই আসনে নৌকা প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এলাকার মানুষের সঙ্গে কথা বলেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এর আগে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, তাঁতী লীগের রবিউল ইসলাম রবি ও সুজাউল করিম সুজা।

ঠাকুরগাঁও-৩ আসনটি পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ এক হাজার ১৮ জন, নারী ভোটার এক লাখ ৪৭ হাজার ৯৬৭ জন, পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ১৫১ জন।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি মার্কা নিয়ে জয়ী হন। জাতীয় পার্টি তথা মহাজোটের প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের ইমদাদুল হককে ২০০৮ সালের মতো সেবারও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়। অবশ্য নির্বাচনে হাফিজ উদ্দিন আহমেদ পরাজিত হন।

তবে একাদশ জাতীয় সংসদ নিরর্বাচনে এ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন ও ওয়ার্কার্স পার্টির বর্তমান এমপি ইয়াসিন আলী মনোনয়ন ক্রয় করেছেন। ইতোমধ্যে নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিনকে ঘোষণা করেছে বলে বিভিন্ন মিডিয়ার প্রকাশ পেয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –